এনবিটিভি, ওয়েব ডেস্ক: জেলা পরিষদে প্রাপ্ত ভোটের নিরিখে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত বিজেপি। তৃণমূল তুলনায় ১০,৪৫৭ ভোটে পিছিয়ে রয়েছে পদ্ম শিবির! এই ফলে খুশি পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে তিনি লিখেছেন, ‘মনে রাখুন, ১০,৪৫৭’।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২টি ব্লক। জেলা পরিষদের আসন সংখ্যা ৫টি। এর মধ্যে নন্দীগ্রাম ১ ব্লকে তিনটি আসনের প্রত্যেকটিতেই জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লকের দু’টি আসনে জিতেছে বিজেপি। আর জেলা পরিষদের প্রাপ্ত ভোট দেখলে দেখা যাচ্ছে বিজেপির তুলনায় নন্দীগ্রাম বিধায়নসভায় পঞ্চায়েত ভোটে ১০,৪৫৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।