আর নয় অন্যায় ও অসুরক্ষা নিয়ে বিশাল ধর্ণমঞ্চ করে বিজেপির নারী যুবমোর্চারা

নারী সুরক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে প্রায়শই পথে নামতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সেচ্ছ সেবি সংগঠনের নেতা নেত্রীদের।এদিন, মোথাবাড়ি ৫২ নং বিধানসভার বিজেপি নারী যুব মোর্চারা নারীদের আর নয় অন্যায় ও অসূরক্ষা নিয়ে ধর্নামঞ্চ এর আয়োজন করে।

তারা এদিন মোথাবাড়ি ইলেকট্রিক অফিসের পাশে বিজেপি পার্টি অফিস থেকে মোথাবাড়ি চৌরঙ্গী পর্যন্ত একটি পথসভা করেন। সেখান থেকে ফিরে এসে মোথাবাড়ি বিধানসভার কলিয়াচক দুই নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে ধর্নামঞ্চ করেন। কয়েকশো মানুষের উপস্থিতিতে তাদের এই পথসভা অনুষ্ঠিত হয়।

Latest articles

Related articles