ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী কে হারাতে হয়েছে তৃণমূল সরকারকে। আবারো তৃণমূল ছেড়ে যাওয়ার দল থেকে উঠে আসছে আরেকটি নাম। তৃণমূল ছাত্র নেতা সুজিত শ্যাম। বুধবার হেস্টিংসে সুজিত বিজেপির নির্বাচনী দপ্তরে যোগ দিচ্ছেন মুকুল রায়ের হাত ধরে। তার আগে সুজিত গেরুয়া রঙের পটভূমিকায় ইঙ্গিত পূর্বক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন,”১৬ বছরের সম্পর্ক ভাঙ্গা সহজ নয় কিন্তু, জীবনে এমন কিছু সময় আসে যখন না চাইতেও সামনে তাকিয়ে দেখতে হয়”। প্রসঙ্গত১৬ বছর আগে, অতএব ২০০৪ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজিত শ্যাম।
আদতে বাঁকুড়ার বাসিন্দা সুজিত ২০১৪ সালে
তৃণমূল লোকসভায় তৃণমূলের আনকোরা প্রার্থী মুনমুন সেন কে ভোটে জিতিয়ে দেওয়ায় তিনি এক বিশেষ ভূমিকা পালন করেন। মূলত এমনটাই জানেন সবাই। যদিও তার পর থেকে তৃণমূলের মূলস্রোতে তাকে কখনোও দেখা যায়নি।
সুজিত ঘনিষ্ঠরা দাবি করেন, তৃণমূল থেকে তিনি কোন সম্মান, সুযোগ-সুবিধা কিছুই পাননি। এছাড়াও বেশ কয়েকটি মামলাতে তিনি বিনা দোষেই জড়িয়ে যান, তার পরেও তৃণমূল থেকে কোন প্রতিক্রিয়াই দেখা যায়নি।