মঙ্গলকোটে ঝাড়ফুঁকের নাম করে ১৯ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা,এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে ধুমকেতু তলার একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানে কেতুগ্রাম থানার মোরগ্রামের এক খ্যাপা বাবা নামে ওঝা আসে মাঝে মধ্যে। তার ভালো নাম মারু শেখ (৪৩)।
গত শনিবার কেতুগ্রাম থানার মোরগ্রামের এক ১৯ বছরের কিশোরীকে ঝাড়ফুঁক করবে বলে নিয়ে আসা হয় মঙ্গলকোটে ঝিলেরা গ্রামের ওই শ্মশানে। ওই কিশোরীর সঙ্গে ছিল তার বাবা। শনিবার রাত্রের দিকে ঝাড়ফুঁকের নাম করে বেশ কয়েকবার ধর্ষণ করে ওই ওঝা বলে অভিযোগ কিশোরীর মা ও বাবার। তারা লিখিত অভিযোগ জানায় মঙ্গলকোট থানায়।
রবিবার রাত্রে গ্রেপ্তার করা হয় ওঝাকে। তাকে হেফাজতের নেওয়াজ জন্য সোমবার পাঠানো হয় কাটোয়া আদালতে। এই ঘটনায় মঙ্গলকোটের ঝিলেরা গ্রামের চাঞ্চল্য ছড়ায়। ওই কিশোরীর মা দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন ।