“করোনার নয়া প্রজাতি ‘ওমিক্রন’ ২৩ টি দেশে দেখা গিয়েছে”: ‘হু’ প্রধান

এনবিটিভি ডেস্কঃ  বুধবার হু-এর পরিচালক টেড্রোস আধানম সংবাদ সম্মেলন বলেন, ২৩ টি দেশে এখন ওমিক্রনের কেস দেখা মিলেছে।আমরা আশা করি যে এই সংখ্যা বাড়বে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই ভালো ভাবে নজরদারি রেখেছে। প্রতিটি দেশেরই উচিত সঠিক ভাবে করোনা ভাইরেস বেশী না ছড়িয়ে পড়ে সেদিকে নজর রাখা। ভাইরাস প্রতিমুহূর্তে ছড়িয়ে পড়ছে, তবে এটা দেখে অবাক বা বিচলিত হলে হবেনা।প্রথমে করোনা ভাইরাস কোনো ভাবে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে হবে।

 

টেড্রোস  আরও বলেন যে,“ ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন সম্পর্কে সর্বদা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সংক্রমণের উপর এর প্রভাব, রোগের তীব্রতাপরীক্ষা এবং ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে আরও অনেক কিছু আমাদের জানতে হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থামহাপরিচালক বলেছেন যে, এটি “গভীরভাবে উদ্বেগজনক” যে বতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকা থেকে করোনার নয়া প্রজাতি ওমিক্রন প্রথম শনাক্ত করা হয়েছে।

 

গত সপ্তাহের শেষে ওমিক্রন আবিষ্কৃত হওয়ার পর থেকে কয়েক ডজন দেশ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Latest articles

Related articles