নিজের জন্মদিনেই মহানন্দা নদীর অতল জলে তলিয়ে গেল এক শিশু

মালদা: জন্মদিনেই মহানন্দায় তলিয়ে গেল এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মিনভবন লাগোয়া মহানন্দা ঘাটে। তলিয়ে যাওয়া শিশুটির নাম রমজান শেখ(৭)।

জানা গেছে, রমজানের বাড়ি খয়ারাতি পাড়ায়। তারা দুই ভাই ও তিন বোন। বাবা সালাম শেখ। রবিবার ছিল শিশুটির জন্মদিন। এদিন সকালে সমবয়সী ২-৩ জনের সাথে নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে যায়। তারপর বাকিরা তার বাড়িতে খবর দিলে, তড়িঘড়ি পরিবারের লোকজন এসে জলে খোঁজাখুঁজি করে। এলাকার বাসিন্দারাই জলে নেমে খোঁজ করেন। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে বেলা গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

Latest articles

Related articles