ভোটের পরের দিনও রাজ্যজুড়ে অশান্তি, রণক্ষেত্র নন্দকুমার, আমডাঙা

এনভিটিভি,ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের পরের দিনও রাজ্যজুড়ে জারি অশান্তি। রবিবার সকালে পুলিশ ও বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর। বিজেপির অভিযোগ, শাসক দল ছাপ্পা ভোট দিয়েছে। সে কারণে পুনঃ নির্বাচন করা হোক। এই দাবিতে ওই এলাকায় এদিন পথ অবরোধ শুরু করে বিজেপি। টায়ারে আগুন জ্বালিয়েও বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভ হঠাতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশ এবং বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়। এলাকা শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। রাজ্যের বেশ কিছু জায়গায় গাড়ি ভাঙচুর, আগুন লাগানোর খবরও পাওয়া গিয়েছে এদিন।

Latest articles

Related articles