কুমারপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরের শেষ দিনে দেখা গেল উপচে পড়া ভিড়

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের কুমারপুরে দুয়ারে সরকার শিবিরের শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা গেল। সোমবার এই শিবিরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিতে পুরুষ ও মহিলারা আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে, এদিন আসানসোল পৌরনিগমের উদ্যোগে কুমারপুরে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে লক্ষীর ভান্ডার প্রকল্পে স্বাস্থ্য সাথীর কার্ড সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য মানুষেরা ফর্মের মাধ্যমে আবেদন জানিয়েছেন।

এই প্রসঙ্গে আসানসোলের কুমারপুরের তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী বলেন, এই এলাকায় এই নিয়ে তিনবার দুয়ারে সরকার শিবির হয়েছে। এখনও পর্যন্ত মোট 3000 মানুষ সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন জানিয়েছেন। সব মিলিয়ে দুয়ারে সরকার শিবিরের শেষ দিনেও মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

Latest articles

Related articles