বিশ্বজিৎ কর্মকার, ডোমকলঃ মুর্শিদাবাদের ইসলামপুরে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতের নাম ফুলচাঁদ শেখ।
গোপন সূত্রের খবর অনুযায়ী শনিবার ভোর রাতে ওই ব্যক্তিকে ইসলামপুরের সুখদেবমাটি এলাকা থেকে ধরা হয়ে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র সহ তিনটি গুলি উদ্ধার হয়েছে বলে জানান ইসলামপুর থানার পুলিশ।
এদিন শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।