দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১ ও আহত ৩

মালদা,২৩ জুলাই :  গতকাল রাতে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় মালদা- মানিকচক রাজ্য সড়কে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১জন ও আহত ৩। রাতেই আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে এক বাইক আরোহীর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম বিট্টু শেখ (১৭)। বাড়ি মালদা শহরের মহেশমাটি রায়পাড়া এলাকায়। আহত বাবলু শেখ, সাদিকুল শেখ এবং খলিফ শেখের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া এবং মহেশমাটি এলাকায়।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Latest articles

Related articles