৭ মে মধ্যরাতে ভারতীয় সেনা একটি গোপন সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। মূলত লশকর-এ-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ছিল এই অভিযানের লক্ষ্য।

এই অভিযানের পরপরই পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, তারা দুটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। ‘স্কাই নিউজ’ সহ বেশ কয়েকটি পাক সংবাদমাধ্যম ভাঙা বিমানের ছবি ও ভিডিও প্রকাশ করে। কিন্তু পরে দেখা যায়, ছবিগুলো পুরনো এবং ভিন্ন ঘটনার। এমনকি একটি ছবির সঙ্গে ২০২৪ সালের এপ্রিল মাসে ভেঙে পড়া পাকিস্তানি মিরাজ-৫ যুদ্ধবিমানের ছবি মিলে যায়।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এবং এক্স হ্যান্ডল ( টুইটার) এই ভুয়ো ছবি ও গুজবকে চিহ্নিত করে। তারা জানায়, ছবিগুলো ২০২১ এবং ২০২৪ সালের পুরনো ঘটনার, যার সঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, ভারতীয় সেনা জানায় মাত্র ২৫ মিনিটের এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ভারতের। মূলত বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই অভিযানে কোন যুদ্ধবিমান ব্যবহার হয়েছে তা প্রকাশ করেনি ভারত সরকার, তবে বিশেষজ্ঞদের মতে রাফাল থেকেই স্ক্যাল্প ও হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।