এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1

গাজায় ইসরায়েলের হামলায় এক সপ্তাহে শতাধিক ত্রাণসহায়তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার তথ্য।

শুধু গত মঙ্গলবার রাতেই ত্রাণবাহী ট্রাকে হামলায় ২৪ জন ত্রাণপ্রত্যাশী ও ত্রাণকর্মী নিহত হয়েছে।

দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কৌশলের অংশ হিসেবে ত্রাণকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে গাজার তথ্য মন্ত্রনালয়।

ইসরায়েলের সন্ত্রাস’ এবং ‘গণহত্যামূলক যুদ্ধের’ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি কতৃপক্ষ। এই যুদ্ধে সম্পৃক্ততার জন্য যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশেরও নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিনি কতৃপক্ষ।

এদিকে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জন নিহত হয়েছেন বলে গতকাল বুধবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩১ হাজার ৯২৩ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ১৬২ জন আহত হয়েছেন। এ নিয়ে আহত ব্যক্তির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর