এমার্জিং এশিয়া কাপ ফাইনালে জয়ী পাকিস্তান

এনবিটিভি, ওয়েব ডেস্ক: এমার্জিং এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারত এ দলের। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারতে হলো ভারতের তরুণদের। পাকিস্তান এ দল ১২৮ রানে জয়ী।

প্রথমে ব্যাট করে ৩৫২ রান তোলে পাকিস্তান এ দল। শতরান করেন তৈয়ব তাহির (১০৮)। জবাবে রান তাড়া করতে নেমে ২২৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। অর্ধশতরন করেন অভিষেক (৬১)।

Latest articles

Related articles