খুলতে চলেছে পার্ক মিউজিয়াম, ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে আইটি সেক্টরও

খুলছে পার্ক মিউজিয়াম, ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে আইটি সেক্টরও

রাজ্যে কোভিড বিধিনিষেধে মিলল আরও অনেক ছাড়। মঙ্গলবার থেকে সব কলকারখানায় ১০০% কর্মী নিয়ে কাজ করা যাবে। শুধু কলকারখানা নয়, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ করা যাবে।

খোলা যাবে মিউজিয়াম ও বিনোদন পার্ক, তবে সব ক্ষেত্রেই মানতে হবে কোভিড বিধি। এবং সমস্ত কর্মীর কোভিড টিকাকরণ বাধ্যতামূলক।

 

রাজ্যের সব রেস্টুরেন্ট, পানশালা খুলে রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে সোমবার থেকেই। আপাতত ৩১ অগাস্ট পর্যন্ত জারি থাকবে এই নিয়ম।

 

 

Latest articles

Related articles