পার্টি অফিসে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল:- বারাবনি ব্লকের পূচ়ড়া গ্রাম পঞ্চায়েতের কয়েক জন দুষ্কৃতী আজ পার্টি অফিসে ভাঙচুর করল। কারণ হচ্ছে কয়েকদিন আগে বারাবনি ব্লক মেশিন আর যুব প্রেসিডেন্ট কে সম্বর্ধনা দেয়া হয়েছিল এবং এতে গ্রামের প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়ে ওই দুজনকে সম্বর্ধনা প্রদান করেছিল এবং তারই ভিত্তিতে বিরোধী দল আজকে তারা এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং জানে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে বারাবনি থানাকে খবর দেয়৷ পরে বারাবনি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে মদনপুর বান্দা পুকুর পার্টি অফিস। জানা গেছে তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ জেরে এই ঘটনা।

Latest articles

Related articles