মাছের ভেড়ির জন্য সীমানাচিহ্নিত করার কাজ শুরু করায় ক্ষোভ কোলাঘাটে

নিউজ ডেস্ক : কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তরমার্কন্ডপুর মৌজায় বহিরাগত এক মাছের ঝিল মালিক বেআইনি মাছের ঝিল করার জন্য আজ সকালে জমির সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করার পরিপ্রেক্ষিতে অনিচ্ছুক কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কোলাঘাট ব্লকের বি.এল.এ্যান্ড এল.আর.ও এর কাছে আজ বিকালে উত্তর মার্কন্ডপুর মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। কমিটির উপদেষ্টা মুকুন্দ জানা ও যুগ্ম সম্পাদক প্রশান্ত আদক অভিযোগ করেন, এই মৌজায় মাছের ঝিল তৈরি হলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি মৌজা সহ পার্শ্ববর্তী ব্লকের কেশাপাট ও মাইশোরা অঞ্চলের জলনিকাশি ভীষনভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

শুধু তাই নয়, দোফসলি জমিতে একাধিকবার চাষ-আবাদ করে আমরা ক্ষুদ্র চাষীরা যেভাবে জীবিকা নির্বাহ করতে পারত, তা ব্যহত হবে। আমরা চাই, প্রশাসন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Latest articles

Related articles