খেলার মাঠে গেরুয়া শিবির! চলল মারধর ও ভাঙচুর

এনবিটিভি ডেস্ক, দুর্গাপুর: দুর্গাপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ধুনরাপ্লটের ঘটনা। ওখানকার ক্লাবের খেলার মাঠ দখল করে গেরুয়া শিবিরের কার্য্যালয় গড়তে বাধা দেওয়ার কারনে স্থানীয় ক্লাবসহ গোটা এলাকায় শুক্রবার রাতে ভাঙচুর, মারধরসহ তান্ডব চালানোর অভিযোগ বিজেপি নেতা কর্মীদের ওপরে। অভিযোগ ওঠে যে, ক্লাবের বহু কিছু ভাঙার পাশাপাশি প্রায় ১০ টি বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এলাকার আমজনতা আতঙ্কিত। প্রায় ৮ জন আহত গেরুয়া শিবিরের এই অতর্কিত আক্রমনের জেরে। পুলিশ ৪ জনকে আটক করেছে। আতঙ্কিত এলাকার আমজনতা।

Latest articles

Related articles