আজ ক্যানিং থানা সংলগ্ন ধর্মতলা এলাকায় বিষধর সাপকে কেন্দ্র করে সৃষ্টি হয় আতঙ্ক। জানাযায়, ওই এলাকায় এক চাষী তার বাগানের মধ্যে কাজ করছিলো। কিছুক্ষন পর তিনি তার ওই বাগানের মধ্যেই সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে শনাক্ত করে দেখা যায় সেটি মরণাত্মক বিষধর চন্দ্রবোরা সাপ।
ক্রমশই এই ঘটনা চড়িয়ে পরে ওই এলাকা জুড়ে। স্থানীয় কৃষিজীবী চাষীদের মনে তৈরি হয় আতঙ্ক। অবশেষে ক্যানিং থানা থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে।পরে বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে যান।