গোলাম হাবিব, মালদাঃ ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযানে মালদা থেকে উদ্ধার প্রায় তিন কেজি সোনাসহ নগদ ২২ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার চার জন। ধৃতদের মধ্যে তিনজন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা ও একজনের বাড়ি মালদহের ইংরেজবাজারের দক্ষিণ যদুপুর এলাকায়।
কাল গোপন সূত্রে খবর পেয়ে, ডি আর আইয়ের শিলিগুড়ি, মালদহ ও বহরমপুরের বিশেষ দল একযোগে অভিযান চালায়।এরপর মালদহের যদুপুর এলাকা থেকে নগদ ২২ লক্ষ টাকাসহ চার জনকে পাকড়াও করে পুলিশ।এরপর জিজ্ঞাসাবাদ করে তিন কেজি সোনার হদিশ মেলে। এরপরেই পীযূষকান্তি ঘোষ, দীলিপ ঘোষ, মোহাম্মাদ মালেক ও প্রফুল্লচন্দ্র ঘোষ দের গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের আজ মালদহ আদালতে তোলা হয়। জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।কিভাবে এত টাকা ও সোনা এলো তা জানার চেষ্টা চাল্লাছে পুলিশ।