ভুয়ো ভ্যাকসিনেশন নিয়ে প্রেস মিট ফিরহাদের

ভুয়ো ভ্যাকসিনেশন উদ্বিগ্ন জনগনের জন্য আজ গুরুত্বপূর্ণ প্রেস মিট করলেন ফিরহাদ হাকিম। উক্ত প্রেস মিট থেকে পুরসভার মেয়র জানান,ওই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন গ্রহণকারী সকল ব্যাক্তিদের হেল্থ রিপোর্ট খতিয়ে দেখার জন্য কর্পোরেশন ও মেডিক্যাল কলেজের ডাক্তারদের একটি টিম গঠন করা হয়েছে।এর সাথে সাথে তিনি মানুষকে এও বার্তা দেন যে একটা ভুল হয়েছে তার মানে গোটা ভ্যাকসিনেশন প্রসেসটা খারাপ নয়, পাশাপাশি ভ্যাকসিন নিয়ে মানুষকে সুস্থ থাকারও আবেদন জানিয়েছেন তিনি। এ দিন হাতজোড় করে মানুষের কাছে ফিরহাদ হাকিমকে আবেদন করতে শোনা গেল যে কর্পোরেশন রেজিস্টার সেন্টার এবং হসপিটাল ছাড়া আশেপাশের কোনো গজিয়ে ওঠা ক্যাম্প থেকে কেউ যেন ভ্যাকসিন না নেন। ভুয়ো ভ্যাকসিনেশন প্রসঙ্গে বিজেপির সিবিআই তদন্তের দাবী নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন,বিজেপি রাজনীতি করছে,তাঁরা মানুষের জন্য কাজ করছেন।আমফান,যশ বা করোনার সময় বিজেপির মুখ দেখা যায়নি বলেই দাবী ফিরহাদের।এই প্রেস মিটে উঠে আসে ফিরহাদ হাকিম সহ দেবাঞ্জন নামাঙ্কিত মূর্তি ভাঙ্গার প্রসঙ্গও।এ বিষয়ে তিনি কার্যত কিছু জানেন না বলেই উড়িয়ে দিয়েছেন বিষয়টি।সবশেষে ভুয়ো ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিনগ্রহণকারিদের মনের জোর রাখতে আবেদন জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

Latest articles

Related articles