এনবিটিভি, ওয়েব ডেস্ক: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।
জানা গিয়েছে, ইতিপূর্বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন তাপসকুমার মুখোপাধ্যায়। ২০১৭ সালে সরকারি চাকরি অবসর নিয়েছিলেন তিনি। তারপর রাজ্য সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পাকাপাকিভাবে নিয়োগ করা হয়। আরও মাস ছয়েক তাঁর এই পদে থাকার কথা। কিন্তু নিজেই পদ থেকে অব্যাহতি চান। চিঠি দিয়ে তিনি জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি পরবর্তী বছর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে। ঠিক তার আগে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়লে সমস্যা হতে পারে বলে মনে করেছিলেন সচিব। তাঁর আবেদন মেনে সচিব পদের জন্য নতুন নাম ঘোষণা করল রাজ্য।