জ্ঞানবাপি চত্বরের এক বেজমেন্টে হিন্দুদের পূজা-অর্চনা করার অধিকার রয়েছে বারানসি জেলা আদালত এই নির্দেশ দেওয়ার ১২ ঘন্ট না কাটতেই পূজা শুরু করেছে হিন্দুরা। জেলা জজ কৃষ্ণ মোহন পান্ডে ওই বেজমেন্টে পূজার অনুমতি দেন। গতকালই ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন।
বুধবার দিবাগত রাত তিনটায় মসজিদ চত্বরের সেই ভূগর্ভস্থ কক্ষে (সেলার) পূজা-অর্চনা ও আরতি করা হয়েছে বলে জানিয়েছে জেলা কতৃপক্ষ।
এর আগে দ্রুত পূজা-অর্চনার আয়োজন করতে বারানসির জেলা শাসক এস রাজালিঙ্গম ও জেলার পুলিশ কমিশনার অশোক জৈনর সঙ্গে বৈঠকে বসেন হিন্দুরা।
মসজিদ কর্তৃপক্ষ জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাশী বিশ্বনাথ মন্দিরের মূল গর্ভগৃহ ছিল বিশাল। মোগল আমলে সেই স্থাপনার উপরে জ্ঞানবাপি মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি হিন্দুদের।