বিশ্বভারতীর জমির মামলায় অমর্ত্য সেনের জয়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

অমর্ত্য সেন
অবশেষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা জমিসংক্রান্ত মামলায় জয় পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
বুধবার (৩১ জানুয়ারি) জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিউড়ি আদালত।
বিশ্বভারতীর নোটিশ খারিজ করে আদালত জানান, অমর্ত্য সেনকে হেনস্তার উদ্দেশ্যেই পূর্ব-পরিকল্পনা করে মামলাটি করা হয়।
আদালতের রায়ের ব্যাপারে এখনো বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, আদালত বিশ্বভারতীর দাবি খারিজ করে দিয়েছেন। গোটা ঘটনাটি পরিকল্পনামাফিক সাজানো ও পক্ষপাতমূলক বলেও জানিয়েছেন আদালত।

আরেক আইনজীবী সৌমেন্দ্র রায় চৌধুরী বলেন, আদালত আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে দিয়েছেন। বিচারক রায়ে বলেছেন, বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’ পুরোপুরি প্রতিহিংসাপরায়ণ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর