রাহুলের সম্পত্তি ২০ কোটি রুপি, তবে বাড়ি-গাড়ি নেই

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

রাহুল গান্ধী

কংগ্রেসে নেতা রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি রুপি। তাঁর কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই। নেই গাড়িও।

বৃহস্পতিবার কেরালার ওয়েনাড থেকে মনোনয়নপত্র পেশ করেন রাহুল গান্ধী। এ সময় জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানান গেছে।

হলফনামায় সূত্রে, রাহুলের অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ২৪ লাখ রুপি ও স্থাবর সম্পত্তি ১১ কোটি ১৫ লাখ। হাতে নগদ আছে মাত্র ৫৫ হাজার রুপি।

নগদ ছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে জমা আছে ২৬ লাখ ২৫ হাজার রুপি, ৪ কোটি ৩৩ লাখ রুপির বন্ড ও শেয়ার। আর আছে ৩ কোটি ৮১ লাখ রুপির মিউচুয়াল ফান্ড, ১৫ লাখ ২১ হাজার রুপির সোনার বন্ড এবং ৪ লাখ ২০ হাজার রুপির গয়না।

রাহুল গান্ধীর দেনার মোট পরিমাণ ৪৯ লাখ ৭৯ হাজার ১৮৪ রুপি। ২০১৯ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৮৯ লাখ।

তাঁর বিরুদ্ধে যেসব মামলা চলছে, রাহুল তারও পূর্ণাঙ্গ তালিকা হলফনামায় পেশ করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলা। বিজেপি নেতাদের দায়ের করা বিভিন্ন মানহানির মামলার উল্লেখও তিনি করেছেন। আর আছে যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা আইনে (পকসো) করা একটি মামলা। ওই মামলায় অভিযোগ, ধর্ষণের শিকার একজনের পরিবারের সদস্যদের পরিচয় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর