নিউজ ডেস্ক : প্রাণঘাতী রোগ কোভিড ১৯ ভাইরাসের ঔষধ আবিষ্কারে হয়েছে, এটা ভারতের কেহ করেছে তাহলে কেমন হয়। চেষ্টাতেই প্রাণপাত করছেন গোটা বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কার করে উঠতে পারেননি তাঁরা। কিন্তু ঘরোয়া টোটকাতে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যোগগুরু রামদেব। তাঁর মতে নাক দিয়ে দুই ফোঁটা সরষের তেল নিতে পারলেই নাকি পেটে গিয়ে অ্যাসিডে মরে যাবে করোনাভাইরাস।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে এই কথা বলেন রামদেব। সেখানে তিনি সবাইকে পরামর্শ দেন এই সরষের তেলের ব্যাপারে। রামদেব বলেন, “যদি আপনারা নাক দিয়ে সরষের তেল টানেন তাহলে সেই তেল শ্বাসযন্ত্রের কোথাও করোনাভাইরাস থাকলে তাকে টেনে নিয়ে পেটে চলে যাবে। তারপর পেটের অ্যাসিডে জীবাণুগুলো মারা পড়বে”। সেইসঙ্গে কারও করোনা হয়েছে কিনা তা বোঝারও একটি পদ্ধতি বলেন বাবা রামদেব। তা হল শ্বাস বন্ধ করে এক মিনিট ধরে রাখা। তিনি বলেন, “করোনাভাইরাসের জন্য একটি বিশেষ প্রাণায়াম আছে। তার নাম উজ্জাই। এর পদ্ধতি হল গলা আটকে রেখে নাকের সাহায্যে শ্বাস নিয়ে তা এক মিনিট ধরে রেখে নাকের সাহায্যেই ছাড়া। এরকম করতে পারলেই বুঝবেন আপনার করোনা হয়নি। উপসর্গ থাকা ও উপসর্গহীন দু’ধরনের ব্যক্তিরাই এটা করে দেখতে পারেন”। রামদেব আরও জানান, যাঁরা হাইপারটেনশন, হৃদয় বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ও বৃদ্ধরা ৩০ সেকেন্ড শ্বাস বন্ধ করতে পারলেই বুঝবেন করোনা হয়নি। আর বাকিদের এক মিনিট এটা করতে হবে। নিজে এই প্রাণায়াম করেও দেখান তিনি।