নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া: নদীয়ার রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ করোনা আক্রান্ত। কিছুদিন ধরেই দেখা দেয় বেশ কিছু উপসর্গ তারপর টেস্ট । টেস্টে করোনা পজিটিভ। কিছুদিন আগেই তিনি তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদ তুলে আন্দোলন করেন তারপর নাকি একটি লজে জমায়েত হন।
করোনা আক্রান্ত হয়ে প্রতিবাদ জমায়েত করায় পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে সাংসদ জগন্নাথ সরকার প্রেস কনফারেন্স করে জানিয়েছেন,নদীয়ার তৃণমূলের দরকার হোম কোয়ারান্টাইন কিন্তু তারা তা না করে সব দোকান বাজার বন্ধ করে লকডাউনে জোর দিয়েছেন। ব্যক্তিত্ববাদী রাজনৈতিক নেতা তাপস ঘোষের এরকম সচেতনহীনতার সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য কামনার কথা বলেছেন।