রানীগঞ্জে পানীয় জল ও অন্যান্য সমস্যা নিয়ে ১১দফা বিশিষ্ট এক দাবি পত্র পেশ করল সিপিএম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201009-WA0026

এনবিটিভি ডেস্ক: শুক্রবার রানীগঞ্জ দু’নম্বর বোরো কার্য্যালয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মারক্সিস্ট এর রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে ১১ দফা দাবি সম্বলিত এক দাবি পত্র পেশ করা হল। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পানীয় জল পৌঁছয়নি সেখানে পানীয় জল সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণ। উল্লেখ্য রানীগঞ্জের চারটি পৃথক এলাকায় যা আসানসোল কর্পোরেশন এর অন্তর্ভুক্ত সেই সব এলাকা হল রানিসায়ের, আমড়াসোতা , রোনাই ও মঙ্গলপুর, ও ৩৪ নম্বর ওয়ার্ডের দামোদা এলাকায় এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ সঠিকভাবে হয়নি সে সকল এলাকায় পানীয় জল সরবরাহ সঠিকভাবে করার দাবি।

রানীগঞ্জের বেশ কয়েকটি মুখ্য সড়ক ও শাখা সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল সেই সড়ককে মেরামতের দাবি, বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ। পৌরসভার রিক্ত পদে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ। ডিজিটাল রেশন কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ। যেসকল জলাশয় ভরাট করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ, সহ ১১ দফা দাবি এদিন বোরো চেয়ারম্যান সঙ্গীতা সর্দারের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক রুনু দত্ত, কল্লোল ঘোষ, সুপ্রিয় রায় সহ সিপিএমের একাধিক নেতৃস্থানীয়রা। শুক্রবার তারা বোরো কার্য্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি-দাওয়া জনসমক্ষে তুলে ধরেন। পরে সেই দাবিপত্র তুলে দেন তারা বোরো চেয়ারম্যানের হাতে। চেয়ারম্যান এদিন তাদের দাবি পত্রগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর