বিশ্বজিত কর্মকার, ইসলামপুরঃ পথ চলতি মানুষ দের নিয়ে রাখি উৎসব পালন করলেন মুর্শিদাবাদের রানিনগরেরর বিধায়ক সৌমিক হোসেন ও রানিনগর ১ বিডিও মোহাম্মদ ইকবাল
রাখি পূর্ণিমার দিনে সমস্ত বোনেরা তার ভাই এর হাতে রাখি পরিয়ে দেয় ও তাদের মঙ্গল কামনা করে। তবে দিনের পর দিন এই উৎসবের মহত্ব বেড়েছে বই কমেনি। এখন অনেকেই এই দিনে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের পরিচয় দেয় এই দিনে। বাদ পড়ছেন না নেতা ও কর্মীরাও।
এদিন মুর্শিদাবাদের ইসলামপুর বাজারে নেতা ও কর্মীদের নিয়ে রাখি উৎসব পালন করলেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। শুধু তাই নয় রাস্তায় পথ চলতি মানুষদের হাতে রাখিও পরিয়ে দেন তিনি। তিনি জানান সবার মাঝে সুসম্পর্ক ও একসাথে মিলে মিশে থাকায় আমাদের আসল লক্ষ।