দিল্লিতে রেকর্ড বৃষ্টি, ১১ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত দিল্লীতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস দিল্লীতে আবারও ভারি বৃষ্টি হতে পারে বলে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

শুক্রবার ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।  ১৯৩৬ সালের পর থেকে জুন মাসে একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত এটি।

দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।

আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন বলেন, মৌসুমি বায়ু এগিয়ে আসছে, উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে।

Latest articles

Related articles