এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই, অণ্ডাল: অন্ডালের হরিশপুর গ্রামের পুনর্বাসনের দাবিতে কাজরা জিএম অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি মহাশয়, রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসেরঅবজারভার ভি শিবদাসন দাশু কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদক হরে রাম সিং ও তৃণমূলের অন্ডাল ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ। এই বিক্ষোভ সমাবেশের অন্তে জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে জিএম এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। যদিও গ্রামের পুনর্বাসন নিয়ে ইতিমধ্যেই প্রশাসন ও ইসিএলের ত্রিপাক্ষিক বৈঠক ও হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় খুব শীঘ্রই হরিশপুর গ্রামের পুনর্বাসনের কাজ সম্পূর্ণ হবে।
Related articles