এনবিটিভি, ওয়েব ডেস্ক: কুস্তিগীরদের যৌন হেনস্তা মামলায় আদালতে স্বস্তি পেলেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। জামিন পেয়েছেন ফেডারেশনের আরেক কর্তা বিনোদ তোমরও। আগামী ২০ জুলাই ফের এই মামলার শুনানি রয়েছে।
অন্যদিকে, তদন্ত কমিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রতিবাদী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের তদন্ত করতে মেরি কমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, তথ্য প্রমাণ সংগ্রহের পরিবর্তে আসলে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা হচ্ছে।