এনবিটিভি, ওয়েব ডেস্ক: শনিবার মণিপুরে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। প্রতি দল থেকেই অন্তত একজন করে প্রতিনিধি পাঠানো হচ্ছে।। তবে কোনও দলের কোনও মুখ্যমন্ত্রী নেই।
শনিবার সকাল ৮.৫৫ নাগাদ বিশেষ চপারে রওনা হবেন তাঁরা। সারাদিন বিভিন্ন এলাকা পরিদর্শন ও আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলবেন তারা। রবিবার সকাল ১০টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধিদলটি। সেখানেই শনিবারের পরিদর্শন নিয়ে একটি রিপোর্ট দেওয়ার কথা। এছাড়া রাজ্যপালের কাছে প্রতিনিধিরা আরজি জানাতে পারেন, রাজ্যে স্থিতাবস্থা ফেরাতে পদক্ষেপ করুক রাজ্যপাল অনসূয়া উইকি। শনি ও রবিবার মণিপুর ঘুরে এসে তাঁরা রিপোর্ট জমা দিতে পারেন।