এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার কাঁকসার পানাগড় গ্রাম থেকে একটি বিশালাকার ময়াল সাপ উদ্ধারে আতংক ছড়ায় এলাকায়। স্থানীয়রা বাইপাসের ধারে একটি বাগানে জালে সাপটিকে আটকে থাকতে দেখে পানাগড়ের বন দফতরের কর্মীদের খবর দিলে বন্দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি কি ভাবে এলাকায় ঢুকলো তা কেউ জানাতে পারেনি। তবে এলাকায় এই ধরনের সাপ উদ্ধারে জনবসতি পূর্ন এলাকায় রীতিমত আতংক ছড়িয়েছে।