মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বর জুড়ে জীবাণু নাশক স্প্রে করা হল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200827-WA0021

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মণ্ডল , পূর্ব বর্ধমান: মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই জোর সর্তকতা শুরু হয়েছে স্বাস্থ্য কেন্দ্র জুড়ে। মঙ্গলবার সারাদিনই আক্রান্ত ওই নার্স ডিউটিতে ছিলেন বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট স্বাস্থ্যকেন্দ্রে এলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায় ‌। বুধবার মেমারি দমকল বিভাগের পক্ষ থেকে সারা স্বাস্থ্যকেন্দ্রের চত্বর জুড়ে জীবানুনাশক স্প্রে করেন দমকল বিভাগের কর্মীরা। ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে জরুরী পরিষেবা বজায় রেখে, ইনডোর চিকিৎসা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র চত্বর জীবাণুমুক্ত করার কারণে এদিন হাসপাতালে ফাঁকা জায়গাতেই আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা করেন ডাক্তারবাবুরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক সত্য প্রকাশ পাত্র ও সিনিয়ার নার্স তনুকা ব্যানার্জি জানান, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু ,নার্স, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্য কেন্দ্রের সাথে জড়িত প্রতিটি কর্মীর করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসারত যে সমস্ত রোগী রয়েছে তাদেরকেও করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর ছুটি দেওয়া হবে। সমস্ত স্বাস্থ্যকর্মীর রিপোর্ট না আসা পর্যন্ত জরুরী পরিষেবা চালু রেখে নতুন করে রোগী ভর্তি আগামী কয়েকদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর