এনবিটিভি ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি) তার অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউবিসিএস (EXE।) প্রিলির পরীক্ষার ফলাফল ঘোষনা করেছে।
WBSC প্রাথমিক পরীক্ষায় উপস্থিত থাকা প্রার্থী WBPSC.gov.in এ তাদের ফলাফলগুলি পরীক্ষা করতে পারে। রাজ্য কমিশন রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে ৯ই ফেব্রুয়ারী ২০২০ সালে ডব্লিউবিসি প্রারম্ভিক পরীক্ষা পরিচালনা করেছিল।
http://pscwbapplication.in/ এই লিঙ্কে কিলিক করে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবে।