এনবিটিভি ডেস্ক: পাহাড় ও সমতলের লাগাতার বৃষ্টির ফলে কোচবিহার নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। তোর্সা ও মানসাই নদীতে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। নদীর জল বাড়ায় নদী এলাকার বাড়িগুলোতে জল ঢুকে পড়েছে।
কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় বাড়িগুলিতে জল ঢুকে যাওয়ায় বেশ কিছু পরিবারকে এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে রাখা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পক্ষ থেকে।
জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, বন্যা পরিস্থিতি হলে জেলা প্রশাসন সবরকম ভাবেই প্রস্তুত রয়েছে। গত বছর বর্ষায় ফাটল দেখা দিয়েছিল ব্রিজে, বহুবার প্রশাসনকে বলার পরও ব্রিজ টির মেরামত না করায় ভেঙে গেল ব্রিজটি, অসুবিধায় পড়েছে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।