পূর্ব মেদিনীপুরের তমলুকে কিছুক্ষণের মধ্যেই সভা করবেন শুভেন্দু অধিকারী। গত ১৯ জানুয়ারি হেঁড়িয়ায় শুভেন্দুর সভায় যোগ দিতে আসার পথে খেজুরির কয়েকজন বিজেপির কর্মীর ওপর হামলা হয় বলে অভিযোগ।
ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপি নেতার। তার আগে তিনি তমলুকের হসপিটাল মোড় থেকে মানিকতলায় পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে আসবেন।
গতকাল রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে যে যে অভিযোগ করেছেন, আজ তমলুকের সভা থেকে তাঁর জবাব দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।