এনবিটিভি: ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক পারদ চড়ছে। এই পরিস্থিতিতে হাসনাবাদ জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
হাসনাবাদ থানার ভেবিয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় ভেবিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে দক্ষিণ ভেবিয়া সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী এবং হাসনাবাদ থানার এএসআই অভিজিৎ পাল এরে নেতৃত্বে রুটমার্চ হয়।
সাধারণ মানুষের কাছে ভোট সংক্রান্ত বিষয়ে যাতে কোন ভয়-ভীতি না দেখাতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বদাই তাদের পাশে আছে এই আশ্বাস দেয় । সেই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে দ্রুত থানায় যোগাযোগ করার কথা বলেন হাসনাবাদ থানার এএসআই অভিজিৎ পাল । হাসনাবাদ এলাকার গ্রামবাসীদের বিধানসভা ভোটের সময় যাতে সুস্থ ভাবে ভোট প্রদান করতে পারে তাই এলাকার মানুষ কে সাহস যোগাতে এই রুটমার্চ ।