নিউজ ডেস্ক : সচিন পাইলটের এক সহকর্মী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাই অনেকের মুখে শোনা যাচ্ছিল হয়ত কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণে বিজেপিতে যাচ্ছেন রাজস্থানের প্রভাবশালী কংগ্রেস নেতা এবং উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। তবে এবার তিনি জানালেন, তিনি বিজেপিতে যাচ্ছেন না। উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি নেত্রী রিতা বহুগুনা যোশী বলেছেন, তাঁর সঙ্গে নাকি বিজেপি–তে আসা নিয়ে কথা হয়েছে শচীনের। এবার সেই দাবি ওড়ালেন রাজস্থানের বিধায়ক। বললেন, তাঁর সঙ্গে নয়, বোধ হয় শচীন তেণ্ডুলকারের সঙ্গে কথা হয়েছে রীতা বহুগুণা যোশীর।
২৫ বছর কংগ্রেস করার পর বিজেপি–তে যোগ দিয়েছিলেন রীতা বহুগুণা যোশী। তিনি দাবি করেন, শচীন পাইলটের সঙ্গে কথা হয়েছে তাঁর। শিগগিরই শচীন যোগ দেবেন বিজেপি–তে। এদিন সেই দাবি উড়িয়ে দিয়ে শচীন বললেন, ‘রীতা বহুগুণ যোশী বলেছেন, তিনি শচীনের সঙ্গে কথা বলেছেন। তিনি হয়তো শচীন তেণ্ডুলকারের সঙ্গে কথা বলেছেন। আমার সঙ্গে কথা বলার সাহস তাঁর নেই।’
গত আগস্টেই তার সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মতানৈক্য প্রকাশ্যে আসে। নিজের অনুগামীদের নিয়ে বেশ কয়েক দিন হরিয়ানার এক হোটেলে গা ঢাকা দিয়ে বসেছিলেন। চেয়েছিলেন গেহলট সরকার ফেলতে। শেষমেশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করতে রাজস্থানে ফেরেন তিনি। তাঁর ক্ষোভ মেটানোর প্রতিশ্রুতি দেন রাহুল, প্রিয়াঙ্কা।
কিন্তু প্রায় এক বছর হতে চললেও শচীন পাইলটের ক্ষোভ নিরসন হয়নি। রাজস্থানের মন্ত্রিসভার সম্প্রসারণ করে তাঁর অনুগামীদের জায়গাও দেওয়া হয়নি। এই নিয়ে সোমবারই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন একদা রাহুল ঘনিষ্ঠ এই নেতা। বলেন, ‘১০ মাস হয়ে গেল। আমায় বোঝানো হয়েছিল কমিটি শিগগিরই পদক্ষেপ করবে। এখনও অর্ধেক কাজই হয়েছে। অনেক ইস্যুই মেটানো হয়নি। যে সব কর্মীরা খেটেখুটে আমাদের জনাদেশ এনে দিলেন, তাঁদের কথাই শোনা হচ্ছে না।’
আজ তিনি দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। নিজের অনুগামী বিধায়ককে নিয়ে তিনি গতকাল বৈঠক করেন বলেও খবর পাওয়া গিয়েছে।