এনবিটিভি ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত কর্মসূচি বঙ্গধ্বনী যাত্রা। এদিন নাচের তালে জাঁকজামক ভাবে বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হলো সন্দেশখালিতে। এদিন সকাল থেকে সন্দেশখালির সুন্দরীখালী, পাথারঘাটা, আগারাটি সহ বিভিন্ন গ্রামে গিয়ে রিপোর্ট কার্ড বিতরণ করেন সন্দেশখালি ব্লকের পর্যবেক্ষক সেখ সাহাজান। গ্রামের মহিলারা শঙ্খধ্বনি, ফুল দিয়ে অভিবাদন জানায়। সেখ সাহাজান বঙ্গধ্বনি যাত্রা থেকে তৃণমূলের কাজের বিভিন্ন ক্ষতিয়ান তুলে ধরেন। উপস্থিতি ছিলেন উঃ ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু মাহাতো, সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো প্রমুখ।
Popular Categories