এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুভেন্দু অধিকারীর পর এবার সরকার পড়ে যাওয়ার মতো বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার সন্ধে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলশড়া পাঁচপোতায় এলাকায় পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠানে এই বিস্ফোরক দাবি করেন তিনি।
তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, তার থেকে দশগুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। যদি এরা রাহাজানি না করত। তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।”