এলাকায় সন্ত্রাসী চালাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জমা করেছিল শুভজিৎ ও কৌশিক পান্ডা, উদ্ধার করলো পুলিশ

দক্ষিণ 24 পরগনা : বিধানসভা ভোটের আগে এলাকায় অশান্তি এড়াতে তৎপর হয়ে উঠলো পুলিশ। উদ্ধার দুটি আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ। গ্রেফতার এক দুষ্কৃতী।এলাকায় সন্ত্রাসী চালাতে আগ্নেয়অস্ত্র ও কার্তুজ জমা করেছিল শুভজিৎ ও কৌশিক পান্ডা। রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোসোবা থানা আরামপুরের বাসিন্দা শুভজিৎ মন্ডল ওরফে বাপি মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এরপর তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরার মুখে উঠে আসে আর এক দুস্কৃতির নাম। এরপর একই গ্রামের বাসিন্দা কালু ওরফে কৌশিক পান্ডার বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। কালুর বাড়ি থেকে একটি আগ্নেয় অস্ত্র কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশি তল্লাশির সময় বাড়িতে ছিল না কালু। যেখানে উদ্ধার হয়, একটি লং ব্যারেল আগ্নেয় অস্ত্র এবং একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র। এছাড়াও 5 রাউন্ড কার্তুজ বারোটি বোর মেকার উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক কালুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles