মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

এতদিন হলদিয়ার ভোটার ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এবারে হলেন নন্দীগ্রামের ভোটার।আজই নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন হলদিয়া  শাসকের মহকুমা দপ্তরে। কড়া নিরাপত্তার মধ্যে কাঁথির বাড়ি থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। সোনাচূড়া দূর্গামন্দিরে পূজো দিয়ে বেলা সাড়ে এগারোটা নাগাদ হলদিয়া ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি।

আগেরদিন নন্দীগ্রামের মাটিতে মমতা ব্যানার্জীর চোট নিয়ে সবাই সরব হলেও নীরব শুভেন্দু,চুপ মোদীও। নন্দীগ্রামের সভা থেকে মমতাকে বহিরাগত বলে তোপ দেগেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।মমতা ব্যানার্জীর উল্টো উত্তর তিনি বহিরাগত নন,বরং তিনিই বেশী মনে রাখেন নন্দীগ্রামকে,সঙ্গে মনে করিয়ে দিলেন পুরোনো দিন গুলো,মনে করালেন তাঁর ভূমিরক্ষার লড়াই। বললেন : ভুলতে পারি সব নাম,ভুলবো না কো নন্দীগ্রাম।

Latest articles

Related articles