সিধু কানুন মূর্তি ভাঙায় প্রতিবাদে গর্জে উঠলেন আদিবাসীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200714-WA0043

জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের মন্তেস্বর ব্লকে বিজেএমপিএম র ডাকে সমস্ত অধিবাসীদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে মন্তেস্বর থানায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। অধিবাসী সংগঠন মন্তেস্বর কলেজ এর কাছ থেকে একটা মিছিল আরম্ভ করে মন্তেস্বর বাজার পরিক্রমা করে মন্তেস্বর থানায় দিকে যাওয়া আগে মন্তেস্বর পুলিশ প্রশাসন আটকিয়ে দেয়।

আদিবাসী সংগঠনের পাঁচ থেকে ছয় জনের প্রতিনিধি দল গিয়ে মন্তেস্বর থানার আধিকারিক মাননীয় সৈকত মন্ডল কে স্মারকলিপি জমা দেন।স্মারকলিপিতে ছিল একগুচ্ছ দাবি,দাবি— সিধু কানু বংশধরের রামেশ্বর মুর্মু কে খুনের সিবিআই তদন্তের দাবি,স্বাধীনতা সংগ্রামী সিধু কানু বংশধর এর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি।রামেশ্বর মুর্মুকে খুনের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ,স্বাধীনতা সংগ্রামী সিধু কানু বংশ ধরদের পরিবারের সদস্যদের আর্থিক উন্নতির পরিকল্পনা সরকারের অংশগ্রহণ,পুরুলিয়ার বান্দোয়ানে সিধু কানুর মূর্তি ভাঙ্গার দোষী দের শাস্তি দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি পূরণের জন্যই স্মারক লিপি প্রদান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর