এনবিটিভি ডেস্কঃ আজ সারা ভারত ট্রেড ইউনিয়ন (CITU) এর পক্ষ থেকে পুলিশের হয়রানীর বিরুদ্ধে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবী, বর্তমান রাজ্য সরকার ড্রাইভারদের থেকে পাঁচ থেকে দশ হাজার টাকার জরিমানা নেওয়ার আইন করেছে। এই কালা কানুন অবিলম্বে বাতিল করতে হবে।
এদিন বিক্ষোভ মিছিল থেকে আরও দাবী তোলা হয় “ ওলা ও উবেরের সমস্যা সমাধানের ক্ষেত্রে অতিতৎপর সরকারের পদক্ষেপ নিতে হবে। সমস্ত পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। পুলিশ নয় মটর ভেইকেল ইন্সপেক্টরদেরই গাড়ীর কাগজ পরীক্ষা ও আইন অনুযায়ী জরিমানা করার ব্যবস্থা করতে হবে।”
এছাড়াও আরও অনেক দাবী তোলে বিক্ষোভ মিছিল থেকে। এদিন কলকাতা ওলা-উবের ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শতাধিক ড্রাইভার মিছিলে পা মেলায়। একাধিক দাবী নিয়ে কলকাতা পরিবহন ভবনে ডেপুটেশন জমা দেয়।