এনবিটিভি ডেস্ক: বকুলতলা সীমানা বাজারের কাছে ভিন্ রাজ্যে কাজে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। আশঙ্কাজনক অবস্থা আরোও কয়েকজনের। মোট ১৭ জন আহত।
তাঁদের জয়নগর গ্রামীণ হাসপাতাল ও কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে। আহত ও মৃতরা কুলতলির রাধা বল্লভপুর এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য । মোট ২৭ জন তামিলনাডুতে কাজ করতে যাচ্ছিল।