আকাশছোঁয়া দাম, ব্রিফকেসে টমেটো রেখে বন্দুক সহযোগে পাহারা দিয়ে অভিনব প্রতিবাদ

এনভিটিভি, ওয়েব ডেস্ক: যতই দিন যাচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে টমেটো কেনার ক্ষমতা। দেশ জুড়ে জেট প্লেনের গতিতে বেড়ে চলেছে টমেটোর দাম। এখন কেজি প্রতি টমেটোর দাম ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে আবর্তিত হচ্ছে। দিন কয়েক আগেও কেজি প্রতি যে টমেটোর দাম ছিল ৩০ থেকে ৫০ টাকা, এক ধাক্কায় তার দাম তিন থেকে চার গুণ বেড়ে যাওয়ায় মাথায় হাত ক্রেতাদের। রান্নাঘরে ভীষণভাবে প্রয়োজনীয় উপকরণ টমেটো। দাম বেড়ে যাওয়ায় টমেটোর বাজারে কাটছাঁট করতে হয়েছে গৃহস্থকে। নিতান্তই যাঁরা পারছেন না তাঁদের চড়া দামে কিনতে হছে টমেটো। এর জন্য রাজনৈতিক দলগুলিও বিক্ষোভে সামিল হয়েছে। টমেটোকে বহু মূল্যবান সামগ্রী হিসেবে বর্ণনা করে বন্দুক দিয়ে পাহারা দিতেও দেখা গেছে প্রতীকী প্রতিবাদস্বরূপ। অভিনব এই প্রতিবাদ দেখা গেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। ব্রিফকেসের মধ্যে টমেটো রেখে সেই টমেটো বন্দুক নিয়ে পাহারা দিতে দেখা গেছে কংগ্রেস কর্মী-সমর্থকদের। বিক্ষোভকারীরা বলছেন, টমেটোর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ব্রিফকেসের মধ্যে রেখে বন্দুক দিয়ে পাহারা দেওয়া ছাড়া উপায় নেই। দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেসের মুখপাত্র ভিকি খোঙ্গল বলেন, কংগ্রেসের শাসনকালে মুদ্রাস্ফীতিকে ‘ডাইনি’ বলে আখ্যায়িত করা হতো। আর এখন বিজেপির শাসনকালে এই মুদ্রস্ফীতি তাদের কাছে ‘ডার্লিং’ হয়ে উঠেছে। খোঙ্গল বলেন, ‘আগে সোনা, রুপো, হিরে, মুক্তোসহ মূল্যবান ধাতু সুরক্ষিত রাখতে লকারে রাখা হতো। কিন্তু আমরা চাই না, আগামী দিনে খাদ্যসামগ্রী এ রকমভাবে সুরক্ষা দিয়ে লকারে রাখা হোক। আমরা সরকারকে সেই বার্তাটাই দিতে চেয়েছি।’ তবে শুধু টমেটো নয়, দাম বেড়েছে কাঁচা লংকা (৩০০ টাকা প্রতি কেজি) ধনে পাতা (২০০ টাকা) আদার (৩০০ টাকা প্রতি কেজি)।

Latest articles

Related articles