শ্রমিক মেলার উদ্বোধন হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। এই মেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিবছরের মতো এবারও দুদিন চলবে এই মেলা।
উদ্বোধনের পরে মন্ত্রী জাকির হোসেন বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এই মেলার শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। শ্রমিকদেরকে সমস্ত সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করায় এই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।