এনভিটিভি, ওয়েবডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমাকে ঘিরে রাজ্যজুড়ে উত্তাপ বাড়ছে। শুক্রবার মুর্শিদাবাদে খুন হয়েছেন কংগ্রেস কর্মী। শনিবার সকাল থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদের ডোমকল, আসানসোলের বারাবনিতে অশান্তির চিত্র ধরা পড়েছে। এরপরেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
Popular Categories