সাকিরুল ইসলাম,এনবিটিভি,ভাঙড়: যত দিন যাচ্ছে তত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, তার পরেও মানুষ সচেতন হচ্ছে না। অনেকে মুখে মাক্স না দিয়ে বাইরে বেড়েছে অনাশায়ে ,যখনি প্রশ্ন করা হয় মাক্স কোথায়? উত্তর নানা অজুহাত
৯ তারিখ সন্ধা থেকে লকডাউন এ কড়াকড়ি নিয়ম হয়েছে বিভিন্ন কন্টনমেন্ট জোন গুলিতে। ভাঙ্গড় 2 নম্বর ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি ও কাশিপুর থানার ওসি প্রদীপ পাল দুজনে একত্রে ভাঙ্গরের কন্টনমেন্ট জোন গুলিতে ঘুরে বেড়ালেন। এবং মানুষকে সজাগ থাকার জন্য আহবান জানান। পুলিশের পক্ষ থেকে কখনো লাঠিচার্জ বা কখনো বুঝিয়ে ভালোবেসে মাক্স তুলে দিচ্ছেন…
ভাঙ্গরের সাতুলিয়া বাজারে ভাঙ্গড় দু নম্বর ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি ও কাশিপুর থানার ওসি প্রদীপ পাল জনগণকে ডেকে তাদের হাতে মাক্স তুলে দিয়ে সচেতন করছেন।